রাণী ভবানী সরকারি মহিলা কলেজ

শিক্ষার উদ্দেশ্য জ্ঞানার্জন,আর জ্ঞানার্জনের মূল উদ্দেশ্যই হলো প্রকৃতি তথা পৃথিবীর সঙ্গে সামঞ্জস্য বিধান করার ক্ষমতা অর্জন।সমাজ তথা পৃথিবী পরিবর্তনশীল।পরিবর্তনশীল পৃথিবীর সঙ্গে সামঞ্জস্য বিধানের জন্য প্রয়োজন যুগোপযোগী শিক্ষার।বিজ্ঞান,তথ্য ও প্রযুক্তির যুগে শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষার সঙ্গে যুক্ত হচ্ছে ইন্টারনেট,ওয়াই-ফাই ওয়েবসাইটসহ নানা বিষয়। এ সব বিষয় ছাড়া বর্তমানে শিক্ষা অসম্পূর্ণ।এ গুরুত্ব অনুধাবন করেই রাণীভবানী সরকারি মহিলা কলেজ উদ্যোগ নিয়েছে কলেজের একটি শক্তিশালী ওয়েব সাইট স্থাপনের।আমি এ উদ্যোগকে সাধুবাদ জানাই।এতে শিক্ষার্থীরা অতি সহজেই অল্প শ্রমে,ঘরে বসেই কলেজের নানা তথ্য সংগ্রহ করতে পারবে,পারবে কলেজের নানা কার্যক্রমে সমপৃক্ত হতে।যেমন- ভর্তির আবেদন,ভর্তির কার্যক্রম,ফলাফল জানা,পরীক্ষার তারিখ,আসন বিন্যাস ইত্যাদি।প্রকৃতপক্ষে এ ধরনের ব্যবস্থায় উপকৃত হবেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক,কর্মচারী সকলেই,উপকৃত হবে পরিবার,সমাজ,রাষ্ট্র সবাই।আর এধরনের উদ্যোগের মাধ্যমেই সম্ভব ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন।ওয়েব সাইটের সঙ্গে সমপৃক্ত হয়ে এ কলেজের শিক্ষার্থীরা নিজেদেরকে যোগ্য,দক্ষ ও উপযুক্ত মানুষ হিসেবে গড়ে তুলে এ দেশকে প্রকৃত সোনর বাংলা হিসেবে প্রতিষ্ঠিত করতে অগ্রণী ভূমিকা রাখবে এটি আমি দৃঢ়ভাবে প্রত্যাশা করি।
উপাধ্যক্ষ
রাণী ভবানী সরকারি মহিলা কলেজ