রাণী ভবানী সরকারি মহিলা কলেজের নিয়ম কানুন:

শৃংখলা ও নিয়মানুবর্তিতা: নারী শিক্ষার প্রসারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে নাটোর শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রাণী ভবানী সরকারি মহিলা কলেজ। সরকারের টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে এই প্রতিষ্ঠানটি নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে। সন্তোষজনক ও ভালো ফলাফলের পাশাপাশি মানবিক মূল্য বোধ সম্পন্ন ভবিষ্যত নাগরিক গড়ে তোলার উদ্দেশ্যে নানা ধরনের সহ শিক্ষা কার্যক্রম কলেজটি পরিচালনা করে আসছে। একজন শিক্ষার্থীর সুনাগরিক হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে সঠিক নিয়ম-শৃংখলা মেনে চলার বিকল্প নেই। সেই লক্ষ্যকে সামনে রেখে কলেজ কর্তৃপক্ষ কিছু নিয়ম কানুন নির্ধারণ করেছেন, যেমন- কলেজ কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত ইউনিফরম পরিধান করা, আই ডি কার্ড ও লাইব্রেরি কার্ড ক্যাম্পাসে থাকা কালীন সার্বক্ষণিক সাথে রাখা, নিয়মিত ক্লাস উপস্থিতি, জাতীয় দিবস সমূহ উদযাপনে স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণ ইত্যাদি। এছাড়াও শিক্ষার্থী কলেজ ক্যাম্পাসে অবস্থান কালীন আইন-শৃংখলা পরিপন্থী কোন কাজের সাথে জড়িত হলে কলেজ প্রশাসনতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে থাকে। কলেজের সকল কর্মকান্ড পর্যবেক্ষণের জন্য গঠিত ভিজিলেন্স টিম প্রতিদিন কলেজ প্রশাসনের নিকট পর্যবেক্ষণ প্রতিবেদন দাখিল করে থাকেন।

ইউনিফরম: সাদা সালোয়ার-কামিজ ও ওড়না, সাদা স্কার্ফ, সাদা জুতা।

ক্লাস উপস্থিতি: প্রত্যেক শিক্ষার্থীকে কমপক্ষে ৭৫% ক্লাস উপস্থিতি থাকতে হবে। শিক্ষা বোর্ডের নীতিমালা অনুযায়ী ৭৫% ক্লাসে উপস্থিত শিক্ষার্থী কলেজিয়েট হিসেবে গণ্য হবে এবং অপরাপর শর্ত পূরণ সাপেক্ষে চুড়ান্ত পরীক্ষায় অংশ গ্রহণের সুযোগ পাবে। অন্যথায় সেই শিক্ষার্থী চুড়ান্ত পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারবে না এবং সরকার কর্তৃক প্রদত্ত উপবৃত্তির অযোগ্য বলে বিবেচিত হবে।

পরীক্ষা সমূহ: গুণগত শিক্ষা নিশ্চিত করণের লক্ষ্যে একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী উচ্চ মাধ্যমিক শ্রেণির জন্য অর্ধ বার্ষিক, প্রাক্-নির্বাচনী ও নির্বাচনী পরীক্ষা এবংঅনার্স ও ডিগ্রি পাস কোর্সের জন্য টিউটেরিয়াল ও নির্বাচনী পরীক্ষা নেওয়া হয়ে থাকে। কলেজের অভ্যন্তরীণ পরীক্ষায় অংশ গ্রহণ প্রত্যেকের জন্য বাধ্যতামূলক।