বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএন.সি.সি)
ভর্তির যোগ্যতা:
১। উচ্চতা: ৫ ফুট ২ ইঞ্চি (নূন্যতম)
২। ওজন: ৪৫ কেজি (নূন্যতম )
৩। বুকের মাপ: স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি, প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি
৪। সম্মতিপত্র: পিতা মাতার সম্মতি পত্র।
ভর্তির মূল উদ্দেশ্য:
ক) পড়ালেখার পাশাপাশি নিয়মানুবর্তী জীবন গঠনে সহায়তা করা।
খ) স্বেচ্ছা সেবামূলক কর্মকান্ডের মাধ্যমে দেশ ও জাতি গঠনে ভূমিকা রাখা।
গ) প্রাকৃতিক বিপর্যয়,জরুরী অবস্থায় বেসামরিক বাহিনী হিসাবে জনগণের পাশে সাহায্যের হাত নিয়ে দাড়ানো।
ঘ) আত্মরক্ষা মূলক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে নিজের জীবনের নিরাপত্তার ব্যবস্থাকরণ।
ভর্তির পর করণীয়:
ক) প্রতি সপ্তাহে সুবিধাজনক সময়ে ২দিন সামরিক স্টাফের নেতৃত্বে প্রশিক্ষণ ও ক্লাশ।
খ) বছরে ২ থেকে ৩ টি প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণের নিমিত্তে নিজ জেলার বাইরে ৩ থেকে ৭দিনের ক্যাম্পে অংশগ্রহণ।
গ) জাতীয় দিবস সমূহের প্যারেডে অংশগ্রহণ।
ঘ) কলেজের অভ্যন্তরীণ অনুষ্ঠান সমূহে ভলান্টিয়ারের দায়িত্ব পালন।
সুবিধা সমূহ:
ক) খেলাধূলা ও সাংস্কৃতিক কর্মকান্ডের দক্ষতা থাকলে তার বিকাশ ঘটানোর মাধ্যমে রেডিও,টিভিতে অনুষ্ঠান করার সুযোগ।
খ) অস্ত্র চালনায় দক্ষতা অর্জন।
গ) প্রতিভা ও দক্ষতার প্রমান দিতে পারলে প্রতিবছর সার্কভুক্ত দেশ সমূহে রাষ্ট্রীয় ব্যয়ে ভ্রমণের সুযোগ।
ঘ) ২ বছরের ক্যাডেটশীপ সমাপ্তির পর সার্টিফিকেট অর্জন,যা দ্বারা সামরিক বাহিনী ,পুলিশ,আনসার ও বিজিবিতে বিশেষ
কোটায় নিয়োগ প্রাপ্তির সুযোগ।
বিঃদ্রঃ ভর্তির পর থেকে যাবতীয় ক্লাশ ও প্রশিক্ষনের যাতায়াত ও আনুসাঙ্গিক ব্যয় কলেজ কর্তৃপক্ষ বহন করে থাকে।