একাদশ শ্রেণিতে ছাত্রী ভর্তি করা হচ্ছে।
শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গৃহীত ভর্তি নীতিমালা-২০২০ অনুযায়ী রাণী ভবানী সরকারি মহিলা কলেজ, নাটোর এ একাদশ শ্রেণিতে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষাও মানবিক শাখায় ছাত্রী ভর্তি করা হচ্ছে। আবেদনের জন্য ন্যূনতম জি.পি.এ ঃ বিজ্ঞান শাখাঃ ৩.৭৫, ব্যবসায় শিক্ষাশাখাঃ ৩.২৫ ও মানবিক শাখাঃ ৩.২৫।
আবেদনের সময়সীমাঃ ভর্তিও অন-লাইন ও এস এম এস আবেদন গ্রহণ- ১ম পর্যায়েঃ ০৯/০৮/২০২০ (রবিবার) থেকে ২০/০৮/২০২০ (বৃহস্পতিবার) (১৫/০৮/২০২০ জাতীয় শোক দিবসে অনলাইন সার্ভিস ও কল সেন্টার বন্ধ থাকবে) ২য় পর্যায়েঃ ৩১/০৮/২০২০ (সোমবার) থেকে ০২/০৯/২০২০ (বুধবার রাত ৮ঃ০০ পর্যন্ত) ও ৩য় পর্যায়েঃ ০৭/০৯/২০২০ (সোমবার) থেকে ০৮/০৯/২০২০ (মঙ্গলবার) পর্যন্ত চলবে।
(যারা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করবে তাদেরও এই সময়ের মধ্যে আবেদন করতে হবে)